কাল বিয়ানীবাজারে যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ২২ ২০২৫, ১৫:৪৪

বিয়ানীবাজার জোনাল অফিস, সিপবিস-১ এর আওতায় বিয়ানীবাজার গ্রীড, চারখাই এর টি-১ ট্রান্সফরমার এর টি-১ বাসবারে রেডহট হওয়ায় টি-১ বাসবার জরুরির রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৩ আগস্ট) সকাল ৮ থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিয়ানীবাজার ৩৩কেভি ফিডার ও শেওলা ৩৩কেভি,আলীনগর ৩৩কেভি ফিডারের আওতায় বিয়ানীবাজার উপজেলার সকল এলাকা সমুহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিয়ানীবাজার জোনাল অফিসের এজিএম এ এফ এম মাহমুদুল হাসান জানান, থানাবাজার উপকেন্দ্র, সুপাতলা উপকেন্দ্র, আলীনগর উপকেন্দ্র, শেওলা উপকেন্দ্র সমুহের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।