চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এশিয়া কাপে যাব: জাকের আলি

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ১৮ ২০২৫, ২০:৫৩

বারবার খুব কাছে গেলেও এখন পর্যন্ত এশিয়া কাপের শিরোপা জেতা হয়নি বাংলাদেশ দলের। সামনে আরেকটি এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাওয়ার কথা বললেন জাকের আলি অনিক।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপের নতুন আসর। এই টুর্নামেন্টের গত দুই আসরে প্রত্যাশানুযায়ী ফলাফল পায়নি বাংলাদেশ। ২০২৩ সালের আসরে সুপার ফোরে থামে বাংলাদেশের যাত্রা। এর আগের বছর গ্রুপ পর্বই পেরোতে পারেনি তারা।

তবে ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত সেরা সময় কাটায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই সময়ে চার আসরের মধ্যে তিনটিতে ফাইনাল খেলে বাংলাদেশ। তিন ম্যাচেই অল্পের জন্য ট্রফি ঘরে তোলা হয়নি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানদের।

এবার লিটন কুমার দাসের নেতৃত্বে তুলনামূলক নতুনদের নিয়ে গড়া দল যাবে এশিয়া কাপ খেলতে। তবে এখনও স্কোয়াড অবশ্য ঘোষণা করেনি বাংলাদেশ। আপাতত চলছে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ ও পরের এশিয়া কাপের প্রস্তুতি।

অনুশীলন ক্যাম্পের মাঝে সংবাদ সম্মেলনে এসে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানালেন জাকের।

“ইনশাআল্লাহ আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। এটা ব্যক্তিগতভাবে বলতে পারি যে, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আর এটা ড্রেসিং রুমের সবাই বিশ্বাস করে। এখন আমাদের দলের যেমন পরিবেশ আছে, সবাই যেভাবে চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি, এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব।”

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ১১ তারিখ হংকং ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা। এরপর ১৩ তারিখ শ্রীলঙ্কা ও ১৬ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে লিটনের দল। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে।

গ্রুপ পর্ব থেকে সেরা দুটি দল পাবে সুপার ফোরের টিকেট। তাই তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি জেতার বিকল্প নেই বাংলাদেশের।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।