জকিগঞ্জে নৌকা বাইচে পানিতে ডুবে নিখোঁজ হওয়া হাসিমের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৭ ২০২৫, ১৪:২২

মাজেদ আহমদ চৌধুরী:: সিলেটের জকিগঞ্জ উপজেলার মরিচা নৌকা বাইচ প্রতিযোগিতার সময় সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া হাসিম আলী (৫০) এর মরদেহ বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়েছে। প্রায় তিন দিন নিখোঁজ থাকার পর কানাইঘাটের মমতাজগঞ্জ এলাকায় সুরমা নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা শনাক্ত করেন। তিনি বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে। হাসিম আলীর এক ছেলে এবং চার মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় সুরমা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকার ঢেউয়ের কারণে প্রতিযোগিতায় অংশ নেয়া একটি নৌকা ডুবে যায়। এতে হাসিম আলীসহ কয়েকজন পানিতে তলিয়ে যান। নৌকায় থাকা অন্যান্য ব্যক্তি তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাসিম আলী পানিতে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালান, কিন্তু তাকে উদ্ধার করতে পারেননি। পরে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার কার্যক্রম চালায়, তবে তার কোন খোঁজ মেলেনি। অবশেষে, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কানাইঘাটের মমতাজগঞ্জ এলাকার সুরমা নদীতে হাসিম আলীর লাশ ভেসে উঠে এবং স্থানীয়রা তা শনাক্ত করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে প্রশাসনকে কোনোভাবে অবহিত করা হয়নি। নিখোঁজ হাসিম আলীর লাশ কানাইঘাটের সুরমা নদী থেকে উদ্ধার হয়েছে, ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি”