টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ১৯ ২০২৫, ০৯:৫১

পরপর দুই ম্যাচে টস জেতার পর তৃতীয়বারে আর পারলেন না নুরুল হাসান সোহান। ব্যাট ফ্লিপের ভাগ্য পাশে পেলেন না বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক।

ডারউইনের মারার ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিং নিলো নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

তিন ম্যাচে মাত্র এক জয়ে ১১ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে সোহানের দল। গত আসরের মতো এবারও ফাইনাল খেলার ধারা ধরে রাখতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই সোহান, আফিফ হোসেনদের সামনে।

জয়ের খোঁজে একাদশে জোড়া পরিবর্তন করেছে বাংলাদেশ। মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি আর মৃত্যুঞ্জয় চৌধুরিকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে ডানহাতি পেসার রিপন মন্ডলকে।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি, তোফায়েল আহমেদ, রিপন মন্ডল, নাঈম হাসান, রকিবুল হাসান, হাসান মাহমুদ।