নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীকে কাজে লাগানো হবে: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সেপ্টেম্বর ০১ ২০২৫, ১১:০৬

আগামী নির্বাচনে ভোটের মাঠে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনী কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবার নির্বাচনে আমরা শুধু সেনাবাহিনী নয় বিমানবাহিনী, নৌবাহিনীকেও কাজে লাগাবো।’ এসময় নুরুল হক নূরের উপর হামলাকে তিনি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ ছাড়াও আমাদের অন্যান্য যে বাহিনী আছে ইলেকশনকে সামনে রেখে তাদের আমরা প্রশিক্ষণ দেবো। আগামী ৭ তারিখে আমরা রাজারভাগ পুলিশ কনভেনশন সেন্টারে পুলিশের প্রশিক্ষণের আমরা উদ্বোধন করব। শুধু পুলিশ নয়, অন্যান্য সব বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে নির্বাচনের আগে। এটা সেনাবাহিনী, বিজিবি, আনসার সবারক্ষেত্রে।’

নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, এবিপিএন, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করে জানিয়ে তিনি বলেন, ‘এবার নির্বাচনে আমরা শুধু সেনাবাহিনী নয় বিমানবাহিনী, নৌবাহিনীকেও কাজে লাগাবো।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলাকে দুর্ভাগ্যজন অভিহিত করে তিনি এসময় বলেন, ‘নুরুল হক নূরুর উপর আক্রমন খুবই দুর্ভাগ্যজনক। উনি জাতীয় পর্যায়ের নেতা। উনার উপর আক্রমণ খুবই দুর্ভাগ্যজনক। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি।’

এর আগে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন নির্বাচন আসতেছে। এই নির্বাচনের জন্য আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, পাশাপাশি আইনশৃঙ্খলার বিষয়েও আমাদের আলোচনা হয়েছে। এসবই ছিল মতবিনিময় সভার মূল বিষয়।’