নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
নিউজ ডেস্ক
আগস্ট ৩০ ২০২৫, ১৮:৫৫

কাগজে-কলমে শক্তি-সামর্থ্যে দুই দলের পার্থক্য স্পষ্ট। বাকি ছিল মাঠেও প্রমাণ করা। দাপুটে জয়ে সেই কাজটিও সারলেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদরা। অনায়াস জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ। মাত্র ১৩৭ রানের লক্ষ্য ৩৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে লিটনের দল।
সহজ জয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন লিটন। ঝড়ো ব্যাটিংয়ে ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।
বল হাতে সবাইকে ছাড়িয়ে যান তাসকিন। চমৎকার প্রদর্শনীতে মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট নেন অভিজ্ঞ এই পেসার।
রান তাড়ায় প্রথম ওভারের প্রথম তিন বলে দুই চারের পর এক ছক্কা মেরে উড়ন্ত সূচনা করেন পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আরিয়ান দত্তের বলে বোল্ড হয়ে ফেরেন ৯ বলে ১৫ রান করা বাঁহাতি ওপেনার।
এরপর একই ছন্দে এগোতে থাকেন লিটন। আরিয়ানের পরপর দুই বলে বাউন্ডারি মারেন তিনি। বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরামের বলে রিভার্স সুইপ করে মারেন ছক্কা। পাওয়ার প্লেতে ৫৭ রান পেয়ে যায় বাংলাদেশ।
রয়েসয়ে শুরু করা তানজিদও পরে হাত খোলেন। তবে টিম প্রিঙ্গেলের এক ফুল টস বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান ২৪ বলে ২৯ রান করা বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ বলে ৬৬ রানের জুটি।
এরপর আর উইকেট পড়তে দেননি লিটন ও সাইফ হাসান। মাত্র ২৬ বলে ফিফটি করে সাকিব আল হাসানের পাশে বসেন লিটন। দুজনেরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি ১৩টি। বাংলাদেশের হয়ে যা সর্বোচ্চ।
দীর্ঘ দিন পর টি-টোয়েন্টি দলে ফেরা সাইফ হাসানও ঝড় তোলা ইনিংস খেলেন। ১ চারের সঙ্গে ৩ ছক্কায় মাত্র ১৯ বলে ৩৬ রান করেন তিনি। অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ২৬ বলে ৪৬ রান যোগ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লিটন ও সাইফ।
১৪তম ওভারে পরপর দুই বলে দুই ছক্কা মেরে ম্যাচ শেষ করেন সাইফ।
এর আগে নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন তেজা নিদামানুরু। এছাড়া ওপেনার ম্যাক্স ও’ডাউড করেন ২৩ রান। দলের আর কেউই তেমন কিছু করতে না পারায় ১৪০ রানও ছুঁতে পারেনি নেদারল্যান্ডস।
নিজের প্রতি ওভারে একটি করে উইকেট নেন তাসকিন। এছাড়া ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সাইফ। কিপটে বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।