পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা
নিউজ ডেস্ক
আগস্ট ২০ ২০২৫, ১২:১৫

পাসপোর্ট না থাকলেও এবার ভোটার হওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এক্ষেত্রে নির্ধারিত শর্ত থাকবে। এতে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী ৩ বাংলাদেশির প্রত্যয়নপত্রের মাধ্যমে সুযোগ রাখতে যাচ্ছে কমিশন। প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করা এবং মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হওয়ার সুযোগ দেয়া হবে।
আজ (বুধবার, ২০ আগস্ট) ইসির এনআইডি নিবন্ধন ও প্রবাসী উইংয়ের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে।
এর আগে রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলটির পক্ষ থেকে সিইসিকে এসব বিষয়ে অনুরোধ করেন। প্রবাসে সাধারণ পাসপোর্টধারীদের তালিকাভুক্ত এবং ভুয়া পাসপোর্টধারী ভোটার হতে না পারার বিষয়ে সতর্কতা অবলম্বন ও যাচাই বাছাইয়ের পরামর্শ দেয়া হয়।
এরইমধ্যে ১০ দেশের ১৭টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলমান রেখেছে নির্বাচন কমিশন।