বড়লেখা সীমান্তে বিজিবি’র হাতে ১৭ রোহিঙ্গাসহ আটক ১৮
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ০২ ২০২৫, ১৬:০৬

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর চা-বাগান এলাকা থেকে ১৭ রোহিঙ্গাসহ ১৮ জনকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটলিয়ন ৫২ বিজিবি’র সদস্যরা। অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি তাদের আটক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহবাজপুর চা-বাগান এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহভাজন অবস্থায় তাঁদের দেখতে পায়।বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি টহল সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশের কথা স্বীকার করেন।
৫২ বিজিবি সূত্রে জানায়, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং নারী-শিশুসহ ১৭ জন রোহিঙ্গা রয়েছেন। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে তাঁদের আটক করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।’