বারহালে শাহ্ মো: ফয়ছল কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় রাস্তার সংস্কার কাজের উদ্বোধন
নিউজ ডেস্ক
আগস্ট ২৬ ২০২৫, ১৩:৫৩

মাজেদ আহমদ চৌধুরী:: সিলেট জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট সার্বিক সহযোগিতা চক, বুরহানপুর, কোনাগ্রাম, নওয়াগ্রাম রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপর ১২ ঘটিকার সময় চক বুরহানপুর গ্রামে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাস্টার এখলাছুর রহমান, বিশিষ্ট মুরব্বি শওকত মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মিফতাউল হক, তাকুকদার কামরুজ্জামান কয়ছর, সুহেল আহমদ, ট্রাস্টের সচিব ডা: সাদিক আহমদ তাপাদার, প্রিন্সিপাল সাইফুর রহমান, মাজেদ আহমদ চৌধুরী , মোমিন আহমদ, তানভীর আহমদ, সুলেমান আহমদ।এছাড়াও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আবু বক্কর, বিলাল আহমদ প্রমুখ।
গ্রামবাসীর দীর্ঘদিনের রাস্তার সীমাহীন দুর্ভোগ নিরসনে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট সার্বিক সহযোগিতা করায় এলাকাবাসী ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও এলাকাবাসীর পক্ষ থেকে ট্রাস্টকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।