বিয়ানীবাজার সরকারি কলেজের ২০২৪ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু
নিউজ ডেস্ক
আগস্ট ২৫ ২০২৫, ০৮:০৬

বিয়ানীবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিয়ানীবাজার সরকারি কলেজের ২০২৪ সালের অনার্স ১ম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানউন্নয়ন পরীক্ষাসমূহ ডিজিটাল এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) পদ্ধতিতে শুরু হয়েছে। রোববার দুপুর ১টা থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয় দিয়ে পরীক্ষার সূচনা হয়, যা শেষ হয় বিকেল ৫টায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স পর্যায়ের সাতটি বিভাগের মোট ৪৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রথমদিনের পরীক্ষায় অংশ নেয় ৩২০ জন। পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান।
অনার্স পরীক্ষার ক্ষেত্রে সাধারণত জেলা সদরে কেন্দ্র স্থাপন করা হলেও বিয়ানীবাজার উপজেলার জন্য এটি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। গত কয়েক বছর ধরে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ উপজেলায় একমাত্র অনার্স পরীক্ষাকেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করছে। এতে করে শিক্ষার্থীরা জেলা সদরে না গিয়েই স্থানীয়ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। এতে এই পরীক্ষাকেন্দ্র পূর্ব সিলেটের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণে একটি বাড়তি সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।