মুজিবুর রহমান চৌধুরী (লন মিয়া) ফাউন্ডেশনের উদ্যোগে’ অর্ধ শতাধিক এর উপরে মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ
নিউজ ডেস্ক
ডিসেম্বর ০৫ ২০২৫, ১৪:১২
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লাংলাকোনা-দত্তগ্রামে মুজিবুর রহমান চৌধুরী (লন মিয়া) ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন অর্ধ শতাধিক এর উপরে নারী-পুরুষ ও শিশু।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাংলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা প্রত্যেককে ডাক্তার দেখানোর পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী বলেন, গ্রামের অসহায় মানুষ বড় শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন না। এ ধরনের উদ্যোগের কারণে তারা ঘরে বসেই চিকিৎসাসেবা পাচ্ছেন। তারা বলেন, “প্রতিমাসে যদি এমন আয়োজন হতো, তবে গ্রামের অসংখ্য মানুষ উপকৃত হতো।
ফাউন্ডেশনের প্রোগ্রাম হেড আনাস চোধুরী বলেন, আগামীতে সমগ্র ইউনিয়ন জুড়ে এ ধরনের ক্যাম্পের আয়োজনের পরিকল্পনা রয়েছে। যারা সামর্থ্যের অভাবে ডাক্তার দেখাতে বা ওষুধ কিনতে পারেন না, তাদের পাশে সবসময় ফাউন্ডেশন থাকবে ইন শাহ আল্লাহ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন আল আরাফা ব্যাংকের অপারেশন ম্যানেজার জাহিরুল আমিন, সাংবাদিক হাফিজুল হক অনিক, ফাউন্ডেশন সদস্য আনিসুল হক অনিক এবং জাকির আহমদ সহ এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে রোগীরা মজিবুর রহমান চৌধুরী (লন মিয়া) ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
