মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক
আগস্ট ২০ ২০২৫, ১৯:১৫
আজ (২০ আগস্ট, ২০২৫ খ্রি.) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা মহোদয়ের নেতৃত্বে সকাল ০৮.০০ ঘটিকা থেকে এই কার্যক্রম শুরু হয়।
পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা মহোদয় অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই চাকরি কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে পাওয়া যাবে না। এখানে শুধুমাত্র তোমাদের মেধা ও যোগ্যতাই বিবেচনায় নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ, সঠিক এবং নিরপেক্ষভাবে পরিচালিত হবে — এ বিষয়ে তোমরা নিঃসন্দেহ থাকতে পারো।”
আগামীকাল (২১ আগস্ট) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জনাব জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) জনাব মো: ইকবাল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত মেডিকেল অফিসার এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
