সিলেটের ইবনে সিনায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা, ‘সমঝোতা’য় মীমাংসা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সেপ্টেম্বর ১৭ ২০২৫, ০৬:১৮

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা ‘সমঝোতা’র মাধ্যমে নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হাবিব শামসুল। গতরাত ১টায় তিনি সিলেটের ডাককে জানান, এ ঘটনায় ‘আটক’ ৫ জনকে রাতেই অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

রাত পৌনে ২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলামও জানান, বিষয়টি উভয়পক্ষ মীমাংসা করে নিয়েছেন।

রাত ১১টার দিকে জানান- তানিমের লাশ এখনো ইবনে সিনায় রয়েছে। মারামারিতে আহত ৫ জনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আলাপ আলোচনা চলছে। গত ৫ সেপ্টেম্বর সিলেট এয়ারপোর্ট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জের তানিম এক নামের এক যুবক। তাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ১০/১২ দিন আগে সেখান থেকে তাকে সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা। কিন্তু মঙ্গলবার বিকালে তিনি মারা যান।

এদিকে, তানিমের মৃত্যুর খবর জানার পর স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের অভিযোগ- ডাক্তারের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এসময় ইবনে সিনায় ভাঙচুর চালানো হয়। ঘটনার সময় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে। এসময় ইবনেসিনার কর্মচারীদেরও প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়।