সিলেটের গোলাপগঞ্জে গুলীসহ রিভলভার উদ্ধার

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ২১ ২০২৫, ১৫:৫৯

সিলেটের গোলাপগঞ্জ থেকে চার রাউন্ড গুলীসহ একটি দেশীয় রিভলভার উদ্ধার করেছে র‌্যাব-৯।

বুধবার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ্যগ্রামে অভিযান চালায় র‌্যাব। কায়স্থ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় রিভলভার, ৩ রাউন্ড পিতলের গুলি ও ১ রাউন্ড স্টিলের গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কারা অস্ত্রটি ফেলে রেখেছিলো এবং এটি কোথায় ব্যবহৃত হতো তা খতিয়ে দেখা হচ্ছে।