সিলেটে তীব্র গরম, অতিষ্ঠ জনজীবন
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৬ ২০২৫, ১২:৩৩

সিলেট যেন এক আগুনের চুল্লি! সূর্য যেন দিগন্তে নয়, নেমে এসেছে মাথার ঠিক ওপরে। দিনের দাবদাহ আর তীব্র গরমে হাঁসফাঁস হয়ে উঠেছে গোটা জনপদ। শহরের ব্যস্ত রাস্তাগুলো এখন যেন নিস্তব্ধ। গরমের ভয়ে ঘরছাড়া মানুষ হাতে গোনা। খুব প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষজন।
মাথার ওপর আগুন ঝরানো রোদ, পায়ের নিচে ফুটন্ত পিচঢালা রাস্তা; এই দুয়ের মাঝে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন রিকশাচালক, শ্রমিক, পথচারীরা। এ গরম শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে তাদের জীবন ও জীবিকাও। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এখানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে মহানগরী। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজু। মহানগরের রাস্তায় মানুষ কম দেখা গেছে। যানবাহন চলাচলও কম ছিলো বিকলে পর্যন্ত। প্রচণ্ড রোদে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। গরমের কারণে বেশী বিপাকে খেটে খাওয়া মানুষজন। তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও সেটি অনুভূত হচ্ছে (ফিলস লাইক) ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, ‘টানা কয়েকদিন ধরে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে। আজ শুক্রবার দুপুর তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।’ সংবাদটি সংগৃহীত।