সিলেটে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু : হাসপাতালে উত্তেজনা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ৩১ ২০২৫, ২০:১৮

সিলেটে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে নগরীর মির্জাজাঙ্গালে অবস্থিত সেইফওয়ে হাসপাতালে এই ঘটনা ঘটে।

নিহত মাওলানা শফিকুর রহমান (৭৫) গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি গ্রামের বাসিন্দা। তিনি মূত্র থলির পাথর অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি হন।

রোগীর স্বজনরা জানান, রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তার অপারেশন শুরু হয়। রাত ৮ টার দিকে অপারেশন শেষ হলে রেস্টরুমে থাকাকালীন আনুমানিক সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তারা জানান, শফিকুর রহমানের মৃত্যুর পরপরই দায়িত্বরত প্রফেসর ড. মো. আব্দুল মনাফ হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।

স্বজনদের অভিযোগ, ওই রোগী হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে ভুলভাবে চিকিৎসা দেন। এতে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে জড়ো হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, প্রফেসর ড. মো. আব্দুল মনাফের কর্তব্য অবহেলার জন্য রোগীর মৃত্যু হয় এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ তারা তাদের নিজস্ব প্যাডে তাদের ভুল চিকিৎসার জন্য লিখিতভাবে পুলিশের কাছে দিচ্ছেন বলে জানা গেছে। এমতাবস্থায় ওই চিকিৎসককে এই হাসপাতাল আর রাখবে না বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ‘নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি হাসপাতালে রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের উত্তেজনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখনও কিছু বলা যাচ্ছে না বিস্তারিত পরে জানতে পারবো। তথ্য ও চিত্র সংগৃহীত।