সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে ৫ নির্দেশনা
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৭ ২০২৫, ০৮:২৯

সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে মহানগর পুলিশের পক্ষ থেকে ৫টি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে নির্দেশনায়।
নির্দেশনায় বলা হয়েছে,
১। সিলেট মহানগরী কে যানযট মুক্ত রাখার জন্য নগরীতে ব্যাটারীচালিত রিকশা, রেজিষ্ট্রেশন বিহীন / ভূয়া নম্বর প্লেট যুক্ত কোন যানবাহন সিলেট মহানগরীতে চলাচল করতে পারবে না।
২। অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যক সিএনজি চালিত থ্রি হুইলারের অধিক যানবাহন রাখা যাবে না।
৩। অননুমোদিত স্ট্যান্ডে পার্কিং করা যাবে না।
৪। মোটরসাইকেল চালক এবং সহযাত্রী উভয়কেই হেলমেট পরিধান করতে হবে।
৫। সকাল ৮:০০টা হতে রাত ১০:০০ টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি প্রবেশ করতে পারবে না।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এসএমপির নির্দেশনায় জানানো হয়।