সিলেট-শেওলা চারলেন মহাসড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জামায়াত নেতা সেলিম উদ্দিনের স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ২৪ ২০২৫, ১৬:৫৫

পূর্ব সিলেটবাসীর স্বপ্নের সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চারলেন মহাসড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জন্য জামায়াতে ইসলামির কার্যনির্বাহী সদস্য ও বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন স্মারকলিপি প্রদান করেছেন। রোববার তিনি সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর আমির এবং দলটির সিলেট-০৬ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেটের জেলা প্রশাসক ছাড়াও সড়ক যোগাযোগ ও সেতু উপদেষ্টা, সিলেটের বিভাগী কমিশনারের স্মারকলিপি প্রদান করেন।

২০২৩ সালের ১ জানুয়ারি জাতীয় নির্বাহী পরিষদ একনেকে সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চারলেন মহাসড়ক প্রকল্প অনুমোদন করা হয়। এ প্রকল্প ২০২৭ সালের ৩১ ডিসেম্বর বাস্তবায়ন মেয়াদ শেষ হবে। অথচ প্রকল্পের আড়াই বছরে ভূমি অধিগ্রহণ জটিলতার মাঠ পর্যায়ে কাজ শুরু হয়নি।

গত ৮ মে সিলেটের জেলা প্রশাসক শেরই মাহবুব মুরাদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চারলেন মহাসড়ক নিয়ে জেলা ভূমি বরাদ্ধ সভার সিদ্ধান্তের একটি পত্র প্রেরণ করেছেন। এ সিদ্ধান্তে চারলেন মহাসড়কের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি চারলেন সেতু ও এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করতে সরকারের অর্থের অপচয় হবে বলে উল্লেখ করা হয়।

সম্প্রতি জেলা প্রশাসকের সিদ্ধান্তের এ বিষয়টি একটি জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়লে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলাসহ জেলার ৫ উপজেলার মানুষ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মানববন্ধন, সভা ও বিক্ষোভ করে এরকম সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানান।

বিয়ানীবাজার-গোলাপগঞ্জসহ আশপাশ উপজেলাবাসীর দাবির সাতে একাত্ততা পোষণ করে জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন চারলেন মহাসড়কের কাজদ্রুত বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ প্রশাসনের দায়িত্বশীলদের কাচে স্মারকলিপি প্রদান করেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, চারলেন মহাসড়ক পূর্ব সিলেটবাসীর প্রাণের দাবি। এসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ভারি যানবাহনের সাথে সব ধরনের যান ২৪ ঘন্টা চলাচল করে। দেখা দীর্ঘ যানজট। এ মহাসড়ক সম্পন্ন হলে ৭ উপজেলার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আমাদের প্রবাসীরা দেশে আসার প্রতি আকৃষ্ট হবে। প্রতিবেশি দেশের সাথে আমদানি রপ্তানি কয়কগুণ বাড়বে, শেওলা স্থলবন্দরে হাজারো মানুষের নতুন করে কর্মসংষ্থানের সৃষ্টি হবে। তিনি বলেন, যাদের রেমিটেন্সে আমাদের অর্থনীতির সুচক উপরে উঠছে কিন্তু সড়কের যানজট, দুর্ঘটনা এবং সড়কের বেহাল অবস্থার কারণে দেশে আসার আকর্ষণ হারাচ্ছেন। এ বিষয়টি সরকারের দায়িত্বশীলদের ভাবনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে চারলেন মহাসড়ক বাস্তবায়নের দাবি জানাচ্ছি। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম চারলেন মহাসড়কের সকল প্রতিবদ্ধকতা দূর করার আশ্বাস দিয়েছেন। তথ্য ও চিত্র সংগৃহীত বিয়ানীবাজার নিউজ ২৪।