সুনামগঞ্জের জামালগঞ্জ হাসপাতালে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
নিউজ ডেস্ক
আগস্ট ২০ ২০২৫, ১৯:৩৬

সুনামগঞ্জের জামালগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম, দুর্নীতি ও সেবার মান অবনতি, অব্যবস্থাপনা এবং অযোগ্য টিএইচও’র অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে সচেতন জামালগঞ্জবাসী এর উদ্যোগে হাসপাতাল সংলগ্ন এলাকায় এই মানববন্ধন হয়।
‘অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী, ব্যবসায়ী, সেবাপ্রার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
হাসান আল মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— আলতাফুর রহমান, আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমদ, হাফেজ আরিফুল ইসলাম, মারুফ আহমদ, আরিফ বাদশা, মুরসালিন, দ্বীন ইসলাম স্বপন, কামাল হোসেন, নজির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালগঞ্জ হাসপাতালে বহুদিন ধরে নানামুখী অনিয়ম চলছে। হাসপাতালে পরিষ্কার—পরিচ্ছন্নতার অভাব, পানি না থাকা, চিকিৎসকরা সঠিক সময়ে না আসা, ওষুধ সরবরাহে অনিয়মসহ নানা সমস্যার কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতেই নানা অজুহাতে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। এছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় রোগীরা আরও ঝুঁকিতে পড়ছেন। আয়োজকরা টিএইচও’র অপসারণও দাবি করেন।