সুনামগঞ্জের হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
আগস্ট ২৪ ২০২৫, ১২:৫৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিয়ের জন্য কনে দেখতে যাওয়ার পথে ধারাম হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ শামসুদ্দিন ও নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে শামসুদ্দিনের ও বিকেল সাড়ে ৪টার দিকে একই হাওরের পৃথক স্থান থেকে নুসরাতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধারাম হাওরে নৌকাডুবিতে তারা নিখোঁজ হয়েছিল। শামসুদ্দিন সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
গত শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে বিয়ের জন্য কনে দেখতে ইঞ্জিনচালিত নৌকায় করে ৭ জন রওনা দেন। নৌকাটি ধারাম হাওরে গেলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এ সময় চালকসহ ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও ষাট বছর বয়সী শামসুদ্দিন ও সাত বছর বয়সী নুসরাত নিখোঁজ। তখন থেকে স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য খুঁজতে শুরু করে। পরে বিকেলে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। কিন্তু তাদের পাওয়া যায়নি। পরে রোববার সকাল থেকে আবার অভিযান চালায় ডুবুরিরা।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, রোববার একই হাওর থেকে পৃথক নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।