সুনামগঞ্জে এমপি প্রার্থী গাজীনগরী নিখোঁজ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সেপ্টেম্বর ০৪ ২০২৫, ০৯:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। মাওলানা গাজীনগরী সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে মাওলানা গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগরস্থ নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।