সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নিউজ ডেস্ক
আগস্ট ২২ ২০২৫, ১৭:২৮

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় বাবুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ধর্মপাশা—মধ্যনগর সড়কের দেওয়ানগঞ্জ মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল বাবুল মিয়াকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুল মিয়া সুনই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন জানানো হলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।