হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ১৮ ২০২৫, ২০:২৩

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযানের সময় ২৫০ শয্যার হাসপাতালে পাঁচশর বেশি রোগী ভর্তি পাওয়া গেছে।

গত রোববার ( ১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় তারা পুরো হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।

উপ-পরিচালক এরশাদ মিয়া বলেন, “হাসপাতালে অব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে। অভিযানে খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক মতো পাওয়া গেলেও সকালের নাস্তার পাউরুটিতে মেয়াদোত্তীর্ণের তারিখের কোনো স্টিকার ছিল না।

“এ রুটি কোথা থেকে এসেছে বা রুটির মেয়াদ কতদিন তা বলা যাচ্ছে না। এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, হাসপাতালে পরিচ্ছন্নতা মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে আমার মনে হচ্ছে, আমাদের আসার খবর পেয়ে তারা আগেভাগেই পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। এ ছাড়া ২৫০ শয্যার হাসপাতালে রোববার ৫০০ অধিক রোগী ভর্তি রয়েছে।

“যে কারণে কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। তবে চিকিৎসক ও নার্সসহ জনবল সংকট থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।”

এ ছাড়া শিগগির কাউকে না জানিয়ে আবারও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “সাধ্যমতো চেষ্টা করে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছি। এ ক্ষেত্রে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।”

তবে পর্যাপ্ত জনবল থাকলে সংকট কেটে যাবে বলে জানান তিনি।