২০ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

আগস্ট ২১ ২০২৫, ২০:১০

চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৬৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ২০ হাজার ৩২ কোটি ৪০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য জানান।

তিনি জানান, চলতি মাসের প্রথম ২০ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের চেয়ে ১১ কোটি ২০ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ডলার। সংবাদটি সংগৃহীত।