জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সেপ্টেম্বর ২৫ ২০২৫, ১৫:৩৮

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়ায় বালু বোঝাই ডিআই পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের একজন নিহত ও দুই জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ ঘটিকায় তারা ইজিবাইকে করে আসামপাড়া গুচ্ছগ্রামে আত্মীয়ের বাড়ীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার (৫) জৈন্তাপুর উপজেলার বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ ঘটিকায় সাদিয়া ও মাহিন তাদের স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে আসামপাড়া গুচ্ছগ্রামে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিলো। ইজিবাইকটি সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া ব্রিজ অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালু বোঝাই ডিআই পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবিইক যাত্রী জৈন্তাপুর উপজেলার বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের কন্যা সাদিয়া আক্তার (৫) ছেলে মাহিন (৩) এবং ডুলটিরপাড় গ্রামের বিলাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর আহত সাদিয়া ও মাহিনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া আক্তার (৫) মৃত্যু বরণ করে। এই ঘটনায় ডিআই পিকআপটি স্থানীয়দের সহযোগিতায় তামাবিল হাইওয়ে পুলিশ আটক করেছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌছেছে। ডিআইপিকআপটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।