সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম সিলেটে এসে পৌঁছেছেন
নিউজ ডেস্ক
আগস্ট ২০ ২০২৫, ১৭:০৮
সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম সিলেটে এসে পৌঁছেছেন। আজ বুধবার (২০ আগস্ট) রাত ৮ টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে সাদাপাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে ওএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয় এবং র্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে বুধবার বিকেলেই বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ সিলেট ছাড়েন। তার আগে তাকে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তারা বিদায়ী শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকেই সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।
