জকিগঞ্জে অসহায় পরিবারকে অটো রিক্সা ( টমটম) প্রদান
নিউজ ডেস্ক
আগস্ট ২১ ২০২৫, ১৬:৪৪
মাজেদ আহমদ চৌধুরী:: দরিদ্র বিমোচন ও পুনর্বাসনের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি দরিদ্র অসহায় পরিবারকে অটো রিক্সা ( টমটম) প্রদান করা হয়।
রোড টু পিস বাংলাদেশের প্রেসিডেন্ট, রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরীর ব্যবস্থাপনায় নতুন এ গাড়ির চাবি ও কাগজপত্র সুফলভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন রোড টু পিস বাংলাদেশের সম্মানিত অ্যাডভাইজার বিশিষ্ট শিক্ষানুরাগী, বারহাল ডিগ্রী কলেজের সম্মানিত সভাপতি জনাব ফয়জুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জকিগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি, শাহগলী বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আব্দুস সামাদ তাপাদার, সংগঠনের পিস এম্বাসেডর জনাব কামাল হোসাইন, পিস প্রমোটার জাহাঙ্গীর আলম অপি, সাদেক আহমদ চৌধুরী, ইমরান হোসাইন মুন্না, সুফল ভোগীর চাচা ফখরুল ইসলাম ও তার মামা আতিকুর রহমান প্রমুখ।
সংগঠনের প্রেসিডেন্ট যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা হলেন-
জনাব আব্দুল্লাহ আহমদ চৌধুরী, জনাব আব্দুল আজিজ চৌধুরী, জনাব জুনায়েদ আহমদ, ইসলামী আদর্শ যুব সংঘ (মোল্লারগোষ্ঠী)।
