সিলেটের কদমতলী বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ০২ ২০২৫, ২২:৫৯

সিলেটের কদমতলী বাস টার্মিনালে অগ্নিকান্ড ঘটেছে। এতে একটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।
মঙ্গলবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মিতালী এক্সপ্রেসের একটি বাসে এই অগ্নিকান্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৩৮ মিনিটের দিকে বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
রাত ১২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
ফায়ার সার্ভিস জানায়, ক্ষতিগ্রস্থ বাসটি খালি অবস্থায় ছিলো তাই এতে কেউ হতাহত হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তদন্ত করে দেখা হবে। তথ্য ও চিত্র সংগৃহীত।