চারখাই বিদ্যুৎ গ্রিডে অনাকাঙ্ক্ষিত ঘটনা, প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ০৩ ২০২৫, ১০:২৮
সিলেটের চারখাই বিদ্যুৎ গ্রিডে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে টানা প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো এলাকা।
বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে গ্রিডে একটি গন্ধগোকুল (স্থানীয়ভাবে পরিচিত টলা) ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গন্ধগোকুলটি গ্রিডের ভেতরে ঢুকে ১ লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। ফলে সঙ্গে সঙ্গেই চারখাই গ্রিডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকার পুড়ে যায় এবং পুরো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে চারখাই, কানাইঘাট ও জকিগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ঘটনার পরপরই সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর স্থানীয় কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ঢাকার উর্ধ্বতন বিদ্যুৎ প্রকৌশলীদের সাথে সমন্বয় করে দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা ধরে ব্রেকার মেরামত এবং লাইনের কাজ শেষে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করেন।
এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক আবদুল আহাদ বলেন, ‘বুধবার ভোররাতে একটি গন্ধগোকুল চারখাই গ্রিডে ঢুকে বিদ্যুতের সংস্পর্শে আসে। এতে গ্রিডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকার পুড়ে যায় এবং বড় ধরনের বিপর্যয় ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে সক্ষম হই।’ সংবাদটি সংগৃহীত।
