বিয়ানীবাজার সরকারি কলেজে টিকটক সহ বিভিন্ন ভিডিও ধারণে নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সেপ্টেম্বর ০৯ ২০২৫, ১৫:১০

শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ। ক্যাম্পাস কিংবা শ্রেণিকক্ষে টিকটক, রিলসহ যেকোনো ধরনের ভিডিও ও ফটোশুট কার্যক্রমে সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্প্রতি কলেজ অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখা গেছে—কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা নিয়মিতভাবে টিকটক ও রিল ভিডিও ধারণ করছে। এর ফলে পাঠদান ব্যাহত হচ্ছে, শৃঙ্খলার অবনতি ঘটছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষার্থীদের সতর্ক করতে অধ্যক্ষ স্বয়ং বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে সবাইকে নির্দেশনা মেনে চলার কঠোর আহ্বান জানান।

এ প্রসঙ্গে প্রফেসর সাব্বীর আহমদ বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ক্যাম্পাসে অশিক্ষাসঙ্গত ও শৃঙ্খলাভঙ্গকারী কাজে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ প্রশাসনের স্পষ্ট ঘোষণা—এখন থেকে ক্যাম্পাসে টিকটক-রিল বা যেকোনো ধরনের ভিডিও ও ফটোশুট করতে ধরা পড়লে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।