সিলেটে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ কমিশনার
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৮ ২০২৫, ০৯:১৩

সিলেট মহানগরীর সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ (কুদ্দুস) চৌধুরী; আদর্শ ব্যবহার উদযাপন ও পথ নিরাপত্তা সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। এই ধরনের পুলিশ উদ্যোগ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ-সচেতনতা বা সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দেখা যায়।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শহরের ব্যস্তমুখ্য সড়কে হেলমেট পরিহিত বাইকারদের হাতে ফুল তুলে দেন কমিশনার। স্থানীয় প্রশাসন ও ট্রাফিক ইউনিটও উপস্থিত ছিলেন এবং ছোট একটি সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
কমিশনারের এই উদ্যোগটি মূলত হেলমেট পরিধানকে উৎসাহিত করা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে ইতিবাচক আচরণকে প্রণোদিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন,‘পুলিশ যেন সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে-সেজন্য পুলিশকে উৎসাহিত করা এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জানজট নিরসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা অনুমোদিত নয়। এর চালকরা প্রশিক্ষিত নন এবং ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এজন্য মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে পারবে না। সিলেট শহরকে নিরাপদ ও যানজটমুক্ত করতে আমরা যা প্রয়োজন সবই করব।’