ফের সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২১ ২০২৫, ০৯:৪৪

গত রবিবার ভূমিকম্পে সিলেটসহ সারা দেশ কেঁপে উঠেছিল। সঙ্গে এশিয়ার ছয় দেশ। সপ্তাহ ঘুরে আজ রবিবারও (২১ সেপ্টেম্বর) ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। তবে এবার ভূমিকম্পের উৎসস্থল আরো কাছে সুনামগঞ্জ জেলার ছাতকে। দুপুর ১২টা ১৯ মিনিটে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৪। মাত্রা কম হওয়ায় অনেকে টের পাননি ভূমিকম্প।
এসব তথ্য সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সজিব হোসেন। তিনি বলেন, ‘ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক।
এর এক সপ্তাহ আগে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূতি হয়। এসময় বাংলাদেশসহ দেশের ৬টি দেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে। ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মায়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়।